শ্রীপুরে পোষাক শ্রমিককে পালাক্রমে ধর্ষন আটক ১
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আমতলা এলাকায় এক নারী পোশাকশ্রমিককে (৩২) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২০ এপ্রিল) শ্রীপুর মডেল থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- উপজেলার মুলাইদ গ্রামের নজুম উদ্দিনের ছেলে মিজান ফকির (৩০), একই এলাকার নুরুল ইসলামের ছেলে সুলতান উদ্দিন (২৪), সুরুজ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সুবল (২২) ও রানা (২৭)। এছাড়াও অজ্ঞাত পরিচয় আরও একজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত সুলতান উদ্দিনকে পুলিশ আটক করলেও অন্যরা পলাতক রয়েছেন। অভিযুক্তদের মধ্যে সাদ্দাম হোসেন সুবল ও রানা স্থানীয় এএসআর কম্পিউটার জ্যাকার নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
নির্যাতনের শিকার ওই নারীর বরাত দিয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, ওই নারী শ্রীপুরের মুলাইদ গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। গত ১৭ এপ্রিল গভীর রাতে বাড়ির মালিক তাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে গভীর রাতে রাস্তায় তাকে ঘুরতে দেখে মিজান ফকির তার বাড়িতে আশ্রয় দেওয়ার কথা বলে তাকে ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই কক্ষেই অন্যান্য অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে পরদিন দুপুরে কক্ষ থেকে বের করে দেন।
শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় চারজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাত উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।